More

    আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,

    উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, শিক্ষক জহিরুল হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু প্রমুখ। ইউএনও ফারিহা তানজিন বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবীরাই পেনশনের আওতায় রয়েছে।

    মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে।

    এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, ইউপি সচিববৃন্দ, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে সর্বজনীন স্কিম চালু করা হয়। এতে ৪ টি স্কিম চালু রয়েছে।

    এ স্কিমগুলোর মধ্যে, বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘প্রবাস স্কিম’, বেসরকারি চাকুরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা স্কিম’ এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য ‘সমতা স্কিম’ চালু রয়েছে। এ স্কিমে অংশ নিতে আগ্রহীরা উপজেলা ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পরিষদ কার্যালয়, সোনালী ও অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন।

    ১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...