More

    বরিশালে বৈশাখী মেলার স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২

    অবশ্যই পরুন

    বরিশালে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল-বারী বলেন, সোমবার সন্ধ্যায় বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বে সেতু নামের এক যুবককে কুপিয়েছে শাকিল বাহিনী। ঘটনাস্থল থেকেই শাকিল ও তুষারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এদিকে মুমূর্ষ অবস্থায় সেতুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন সেতুর মামা নঈম হোসেন মনু। মনু বলেন, বরাবরের মতো এবারও বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন হয়। সেখানে তুষার-শাকিল গ্রুপ সাইকেল স্ট্যান্ডের নামে চাঁদাবাজি করছিলো। চাঁদা উঠানোয় বাঁধা দেয়ায় সেতুকে বেধরক কোপায় শাকিল, তুষার, এনাম, সম্রাটসহ ৮/১০ জন। ঘটনার সময় পুলিশ কাছাকাছি থাকায় ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

    তিনি আরও বলেন, ঐ বাহিনীর হামলায় গুরুতর অবস্থায় সেতুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুরে সেতুর শারিরীক অবস্থা আরও খারপ হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন……বিএনপি নেতা মোশাররফ হোসেন

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন,...