More

    উজিরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৯ এপ্রিল বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথির বক্তব্যে রাখেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম,

    বিশেষ  অতিথির বক্তব্যে রাখেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা  আঃ ওয়াদুদ সরদার, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) তৌহিদুজ্জামান সোহাগ, মুক্তিযোদ্ধা আঃ হাকিম সন‍্যমত।

    উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা  আবুল কালামের সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান,

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শওকত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনিস্টিউসন মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল  ইসলাম,

    শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল  ইসলাম মাঝি, ওটরা ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাঢ়ি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের শিক্ষকগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সচিব সহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ  উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল  ইসলাম বলেন সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে,

    ষাটউর্ধ বেকার মানুষের সহায়তার জন্য এবং  একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সকল শ্রেণি পেশার জনগণকে অন্তভূক্তি ও উৎসাহিত করার আহবান জানান।

    অনুষ্ঠান শেষে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন প্রক্রিয়া সহজতর করতে উজিরপুর উপজেলা প্রশাসনিক দপ্তরে  একটি হেল্পডেক্স চালু কার্যক্রম  উদ্বোধন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...