More

    গৌরনদীতে টর্চ লাইট চুরির অভিযোগে কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে টর্চ লাইট চুরির কথিত অভিযোগ তুলে হাসিব প্যাদা (১৪) নামের এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

    নির্যাতিত কিশোরের স্বজনরা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

    আহত কিশোরের পিতা জুয়েল প্যাদা অভিযোগ করে বলেন, চর্ট লাইট চুরির কথিত অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে বসতঘর থেকে ডেকে নিয়ে হাসিবের হাত-পা বেঁধে অকথ্য নির্যাতন চালায় একই বাড়ির গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা।

    এ সময় হাসিবের ডাক-চিৎকার শুনে আমার অসুস্থ স্ত্রী রোকসানা বেগম এগিয়ে আসলে তাকেও কিল-ঘুসি মেরে আহত করা হয়। তবে গফুর প্যাদা ও তার ছেলেরা ঘটনাটি সম্পূর্ন মিথ্যে বলে দাবী করেছেন।

    অভিযোগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত...