More

    নাগরিক টিভির জেলা প্রতিনিধির ওপর হামলা \ আসামি গ্রেপ্তারের দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

    অবশ্যই পরুন

    নাগরিক টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহাদত হোসেন বাবু খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৪ মে শনিবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখ সড়কে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি এ কর্মসূচির আয়োজন করেন। এতে মঠবাড়িয়ার সকল সাংবাদিক সংগঠনের পাশাপাশি সুধী সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

    মামলা হওয়ার ৪ দিনেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট এর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদি, সাধারণ সম্পাদক রোজনুজ্জামান শরীফ, রিপোর্টার্স ক্লাব সভাপতি নাজমুল আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সাকিল আহম্মেদ, প্রেসক্লাব সদস্য আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান আল নোমান, সহ সভাপতি মুন্সী নাসির আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীম আহম্মেদ ও নাগরিক টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি আহত মোঃ শাহাদত হোসেন বাবু খান।

    মামলা সূত্রে জানা গে‌ছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মঠবা‌ড়িয়া ডাকবাংলা সড়‌ক দিয়ে শাহাদত হোসেন তার বাসায় ফেরার পথে পূর্বের্ ওৎপেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর হামলা চা‌লিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

    এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাবুর বাম হাতে ফ্রাকচারসহ বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগায় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে ভুক্তভোগী শাহাদত মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    আসামীরা হলেন, আবু সাঈদ হাওলাদারের পুত্র সমবায় ব্যাংক কোয়ার্টারের বাসিন্দা শাহদাৎ হোসেন তুহিন ও মহিউদ্দিন আহম্মেদ ফারুকের পুত্র পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ উদ্দিন আহম্মেদ জিয়া। এরা সাবেক সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজীর নিকট আত্মীয়। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানির ট্যাংক ব্যবৎ তুহিন ও জিয়া বিভিন্ন জনের নিকট থেকে টাকা আত্মসাৎ করেন।

    ওই টাকা শাহাদত হোসেন বাবু ফেরত দেয়াড় তাগিদা দিলে এ বিরোধ সৃষ্টি হয়। মঠবা‌ড়িয়া থানার ওসি মো. শ‌ফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আসামি ক‌রে ভুক্তভোগী নিজেই মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

    বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি...