গতকাল রোববার যাচাই—বাছাইয়ে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জানা গেছে, আগামী ২৯ মে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রি মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
গতকাল রোববার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই—বাছাইতে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রির উপস্থিতিতে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটানিং ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার। উপজেলা চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি এব্যাপারে জানান, আমার এক আপনজনের ঋণের ২৮ হাজার টাকা খেলাপি থাকায় তার ঋণের জামিনদাতা হওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আদালতে আপিল করব।