More

    অনিয়ম—দুর্নীতির অভিযোগে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক

    অবশ্যই পরুন

    আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসুকে বহিষ্কার করা হয়েছে।

    প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির আহ্বায়ক সর্দার হারুন রানা এই তথ্য নিশ্চিত করে জানান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসু দীর্ঘদিন যাবৎ ক্লাবের অর্থ ভুয়া বিল—ভাউচার তৈরি করাসহ বিভিন্ন ভাবে হাতিয়ে নেয়, অপরদিকে ক্লাবের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় চলতেন।

    প্রেসক্লাবের কোনো মিটিং-এ তিনি যোগদান করতেন না। প্রেসক্লাবের ৮টি সভায় তিনি যোগদান না করা এবং আর্থিক অনিয়মের অভিযোগে বহিষ্কার করা হয়। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভায় সকল সদস্যরা দুর্নীতি অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগে তপন বসুর বহিষ্কারের দাবি তুলে।

    ওই দিনই প্রেস ক্লাবের আহ্বায়ক সর্দার হারুন রানার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তপন বসুকে বহিষ্কারের তথ্য প্রকাশ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...