‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, ডা. অঙ্কুর কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শিক্ষক জহিরুল হক, সাংবাদিক সর্দার হারুন রানা, মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননি, স্যানিটারি ইন্সেপেক্টর সুকলাল সিকদার প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী সচেতনতামূলক স্বাস্থ্যবার্তা প্রদান, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।