More

    যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

    অবশ্যই পরুন

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের দাবিতে সায়মা আক্তার (২১) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ মে) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

    এর আগে বুধবার (৮ মে) রাতে উপজেলার খাড়েরা ইউনিয়নের কেয়াইর গ্রামে ঘটনাটি ঘটে।

    ঘটনাস্থলে গিয়ে নিহতের শ্বশুরবাড়ির কাউকেই পায়নি পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওসি রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, নিহতের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

    ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সায়মার স্বামী কবির হোসেনসহ পরিবারের লোকজন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে তৎক্ষণাৎ: ঢামেক পরিচালক

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি...