বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ব্রান বড়ুয়া (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ব্রান বড়ুয়া উপজেলার পাকুরিতা গ্রামের বিপ্লব বারুয়ার ছেলে।
আগৈলঝাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া—পয়সারহাট মহাসড়কের ছবিখারপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্রান বড়ুয়া উপজেলা সদর থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে কোমলপানীয় সেভেনআপের একটি পিকাপ ঢাকা মেট্রো— ম— ১৩—০৫৩৮ গাড়ির ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে যায়।
শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা কোমলপানীয় সেভেনআপের একটি পিকাপ ছবিখারপাড় নামক স্থান অতিক্রম করার সময় ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় গাড়ির ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুটি মর্মান্তিকভাবে নিহত হয়।