More

    পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা

    অবশ্যই পরুন

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে পটুয়াখালী সদর উপজেলায় মনোনয়ন যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

    জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার কর্তৃক যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা মো. রেজাউল করিম সোয়েব।

    ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন-মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মো. সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন (দুলাল), মো. আনিচুর রহমান, মো. সালাউদ্দিন হীরা, মো. সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসা. নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসা. ফৌজিয়া ইয়াসমিন। এ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে বুধবার।

    সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন। প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গণসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...