পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাচনে চতুর্খ ধাপে চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হচ্ছেন চেয়ারম্যান পদে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ ও কৃষকলীগের পটুয়াখালী জেলা কমিটির সাবেক নেতা সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, কলাপাড়া পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, নাজমুন নহর মালি, লাইজু হেলেন লাকি, রাশেদা বেগম। দুই লাখ এক হাজার ৬৩৮ জন ভোটার অধ্যুষিত কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় আরও আগে থেকেই চলছে উপজেলা নির্বাচনের প্রচার—প্রচারণা। তবে নির্বাচনে যে-সব সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা সবাই আওয়ামী লীগ দলীয়।