আজ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সোয়েব ইমতিয়াজ লিমনের ৫ম মৃত্যুবার্ষিকী।
তিনি উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। এ উপলক্ষে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের নিজ বাড়িতে কোরআন খতম ও সোয়েব ইমতিয়াজ লিমনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আত্মীয়—স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের লোকজন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে তাঁর পারিবারিক সূত্র জানান। এছাড়া একইদিন সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ও গৈলা ইউনিয়ন পরিষদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।