More

    প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    অবশ্যই পরুন

    মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে।

    স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত জানালার গ্রিল কেটে প্রবেশ করে।

    এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি ৩০ভরি স্বর্ণ, তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে।

    মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মিথ্যা জবানবন্দি নিতে রিমান্ডে নিয়ে আসামির চোখ বেঁধে নির্যাতন : অতঃপর

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে মিথ্যা জবানবন্দি নেওয়ার জন্য রিমান্ডে নিয়ে কালো কাপড় দিয়ে আসামির চোখ বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ...