More

    আগৈলঝাড়ায় অক্সিজে ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় চিকিৎসক ও নার্সদের নিয়ে অক্সিজেন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলা হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে সেভ দ্যা চিলড্রেন এর আয়োজনে চিকিৎসক ও নার্সদের নিয়ে অক্সিজেন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন, ডা. শিশির কুমার গাইন, ডা. তরিকুল ইসলাম, সেভ দ্যা চিলড্রেন এর ফ্যাসিলিটেটর ডা. মো. সোহেল রানা, কো—অর্ডিনেটর মো. হাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মিজানুর রহমান,

    নার্স আভা করাতী, মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্ণিমা হালদার, রিংকু হালদার, শম্পা ভান্ডারী, ফারহানা আক্তার, আরতি মধু, মাধবী লতা রাজিব, সুন্ধা বৈদ্য, বিভা হালদার প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসা সেবায় অক্সিজেন যেমন প্রয়োজন, তেমনি এটি সংবেদনশীলও। কারণ অক্সিজেন ছাড়া মানুষ এক মিনিটও বাঁচতে পারে না।

    আবার অক্সিজেনের সিস্টেম ভালো না হয়, যদি লাইনে লিকেজ হয়, মিসইউজ হয়, যদি অক্সিজেনের ফ্লো বাড়ে বা কমে তাহলে মানুষ মারা যাবে। অক্সিজেন সবসময় সঠিক অনুপাতে রাখতে হবে। লাইনে লিকেজ হলে স্পার্কের মাধ্যমে আগুন ধরে যেতে পারে। কাজেই অক্সিজেন ব্যবহারে গাইডলাইন দরকার। মেশিনারি ব্যবহার করলে, সেটির গাইডলাইন থাকতে হবে।

    কারণ যারা রোগীদের চিকিৎসা দেবে, যেমন—চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানদেরও সুরক্ষা দরকার, হাসপাতালের সুরক্ষা দরকার। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এজন্য গাইডলাইন দরকার। পাশাপাশি এই গাইডলাইন অনুযায়ী চলা, এই গাইডলাইন পড়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...