More

    জিপিএ—৫ প্রাপ্ত শিক্ষার্থী সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা তানজিন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ—৫ পেয়েছে নুসরাত জাহান সিনথিয়া। এমন ভালো ফল অর্জন করলেও তার মুখে হাসি ফোটেনি।

    দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় ভালো কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েন। কারণ তার পরিবারের পক্ষে এ ব্যয় ভার বহন করা সম্ভব নয়। অবশেষে মেধাবী এই ছাত্রীর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন।

    ইউএনও দরিদ্র পরিবারের মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার কলেজে ভর্তিসহ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। অদম্য মেধাবী সিনথিয়ার সাফল্য নিয়ে গতকাল বুধবার বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন এর দৃষ্টিগোচর হয়।

    পরে ইউএনও তার অফিসে সিনথিয়ার পরিবারকে উপস্থিত হতে বলেন। ইউএনও তার পরিবারের উপস্থিতিতে সিনথিয়ার ভালো কলেজে ভর্তি ও তার লেখাপড়ার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। এসময় উপস্থিত ছিলেন সিনথিয়ার পিতা পত্রিকা বিক্রেতা মো. ছগির সিকদার, তার মা জাহানুর আক্তার সিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা,

    উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম ও এসএম ওমর আলী সানি প্রমুখ। উল্লেখ্য, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পত্রিকা বিক্রেতা ও ৩ সন্তানের পিতা মো. ছগির সিকদারের বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়া।

    সিনথিয়ার পিতা মো. ছগির সিকদার অন্যের পত্রিকা কমিশনে বিক্রি করে যা পান তা দিয়ে মেয়ের লেখাপড়া ও সংসার চালান। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করছেন সিনথিয়া। সিনথিয়া জানায়, ভালো কোন কলেজে ভর্তি এবং পড়ালেখায় প্রয়োজনীয় টাকা তার পত্রিকা বিক্রেতা পিতার পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

    তার ভবিষ্যৎ স্বপ্ন সে লেখাপড়া করে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। সিনথিয়ার পিতা মো. ছগির শিকদার জানান, অভাব—অনাটনের মধ্যেও পরের পত্রিকা বিক্রি করে মেয়েকে লেখাপড়া করিয়েছি। ভালো ফলাফল করেছেন। সে আরও পড়তে চায়।

    ৫ জনের সংসারে পত্রিকা বিক্রির আয় দিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে। কিন্তু মেয়ের কলেজে পড়ালেখার খরচ কোথায় পাব। কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমার মেয়ে সিনথিয়ার লেখাপড়ার দায়িত্ব নেয়ায় ইউএনও স্যারকে অশেষ ধন্যবাদ জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...