“শেখ হাসিনার বারতা, নারী—পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, যুগ্ন—সম্পাদক এসএম ওমর আলী সানি প্রমুখ। এছাড়া কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সুপারভাইজার, জেন্ডার প্রোমোটারসহ প্রধান শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ৫টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং তাৎক্ষণিক সমাধান করা হয়।