More

    বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

    অবশ্যই পরুন

    বরিশালসহ দেশের ৫ বিভাগের বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। এ পরিস্থিতিতে আজ ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশালসহ দেশের রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে।

    পাবনা, নীলফামারী, ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের ও অন্যান্য জায়গায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। অধিদপ্তর আরও জানিয়েছে, তাপদাহের বাইরে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ ও বরিশাল জেলা।

    আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন, ‘বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...