বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা আসামির অনুপস্থিতি এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ।
সাইফুল ইসলাম মুন্না (২৬) উপজেলার কবাই ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপাশা গ্রামের মো. বশির সরদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী সবুজ বলেন, “২০১৫ সালের ২৩ জুলাই বিকালে লক্ষ্মীপাশা গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে সাইফুলের সঙ্গে একই গ্রামের উজ্জ্বল খরাতীর (১৮) তর্ক হয়। “খেলা শেষে লক্ষ্মীপাশা বাজারে যাওয়ার পথে সাইফুলসহ অজ্ঞাতরা উজ্জ্বলকে কুপিয়ে জখম করেন।
তাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন উজ্জ্বল মারা যান।”
এ ঘটনায় উজ্জ্বলের বাবা উত্তম চন্দ্র খরাতী ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করেন বলে জানান বেঞ্চ সহকারী। ওই বছরের ২ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার সাইফুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে দুই মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান বেঞ্চ সহকারী সবুজ।