More

    আগৈলঝাড়ায় শ্রেণি কক্ষেই অজ্ঞান হয়ে পরছে ছাত্রীরা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শ্রেণি কক্ষে অজ্ঞান হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সোমবার বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    এর আগে গত বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির আরো পাঁচজন ছাত্রী একই ভাবে অসুস্থ হয়ে পরলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডা. তৌকির আহম্মেদ বলেন,

    কিছুটা গরমের কারণে ছাত্রীর এই সমস্যা হয়েছে। তাকে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়েছে। এবিষয়ে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন।

    তবে কি কারণে এরকম ঘটনা ঘটছে তা জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...