More

    আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু । বিক্ষুব্ধ এলাকাবাসী

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী গৌরনদী—আগৈলঝাড়া—গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঘর ভাঙচুর করেছে।

    পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেছে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ও সরেজমিন গিয়ে দেখা গেছে,

    গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী মোড়ে (ফিলিং ষ্টেশনের উত্তর পাশে) নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় ছাগল চড়াতে যান ফুল্লশ্রী গ্রামের হোটেল ব্যবসায়ী হেমায়েত ফকিরের স্ত্রী চার সন্তানের জননী গৃহবধূ নাজনিন বেগম (৩৫)। এসময় ছাগলের রশি বিদ্যুৎয়াতিত রডের তারে জড়িয়ে যায়। নাজনিন বেগম রশি ছাড়াতে গিয়ে নিজেই বিদ্যুৎয়াতি হয়ে পরে। এসময় নাজনিনের সাথে থাকা ৬ বছরের মেয়ে ফাইজা দেখে চিৎকার করলে স্থানীয় এনামুল ফকিরসহ ৩—৪ জন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন তাকে মৃত ঘোষণা করেন।

    গৃহবধূর মৃত্যুর সংবাদ শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী গৌরনদী—আগৈলঝাড়া— গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী নামক স্থানে গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের টিনশেড ঘর ভাঙচুর করেছে। ঘটনা শুনে পুলিশের এসআই শফিক উদ্দিন সরকার গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেন। ওই একই স্থানে একবছর পূর্বে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎয়াতি হয়ে পাশের বাড়ির আব্দুর রশিদ ফকির নামে একজনের মৃত্যু হয়েছিল।

    গৃহবধূ নাজনিনের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অসহায় পরিবারকে সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়। উল্লেখ্য, উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী মোড়ে সরকার থেকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য কোহিনুর এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান একটি টিন শেড ঘর তৈরী করেন।

    ওই ঘরে কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কাজ দেখা শুনার জন্য হৃদয় বিশ্বাস নামে একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। নৈশ প্রহরী হৃদয় রাতে ওই স্থানে না থেকে বাড়িতে ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...