More

    বরিশালে নামাজ শেষে ফেরার পথে সর্প দংশনে ইমামের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ ‘এন্টি ভেনাম’ না থাকায় বাঁচানো গেল না ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারিকে। রোববার (২০ মে) ফজরের নামাজ শেষে ফেরার পথে বিষধর সাপের কামড়ে তিনি আহত হন।

    জানা গেছে, উপজেলার বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারি রবিবার ফজরের নামাজ শেষে একটি গাছের সাথে ইলেকট্রিক সুইচ অফ করতে যান। ওই সুইচের সাথে বিষধর সাপ থাকায় তাকে দংশন করে।

    স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে এন্টি ভেনাম না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

    সেখানে সকাল দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ এন্টি ভেনাম সরবরাহ থাকলে ইমাম সাহেবকে বাচাঁনো যেতো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...