বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ মিয়া, ডা. শিশির কুমার গাইন, ডা. সাবিনা আফরোজ, ডা. অতন্দ্রিলা লোপা, ডা. মানছুরা বিনতে জামাল, নার্স আরতি মধু, সুন্দা বৈদ্য, বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস, ফার্মাষ্টিট সাইদ হোসেন, আজিজ হোসেন প্রমুখ।
এসময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ৫ম শ্রেণির শিক্ষার্থী আরিশা আফশিন প্রথম, মুসাইব হোসেন দ্বিতীয় ও প্রবন্তী হালদারকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।