More

    কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ছয় বছরের শিশু ইসা।

    বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। নিহত ইসা একই গ্রামের কৃষক জাহিদুল ইসলামের ছেলে। নিহত শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির উঠানে খেলা করছিলো ইসা।

    এসময় পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে সে পুকুরে পরে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গেলে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পায়।

    তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...