বরিশালের আগৈলঝাড়ায় তিন নারীসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ২০১৬ সালের একটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিল আসামীরা। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রাম থেকে পলাতক আসামি রনজু মোল্লা, মোস্তফা মোল্লা, নার্গিস বেগম, রুমা বেগম, বুলু বেগমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন এসআই নুরে আলম, এসআই মিল্টন মন্ডল, এসআই মোশারফ, এএস আই অনুপম। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ৫ আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।