আসন্ন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের কাপ পিরিচ মার্কার সমর্থনে জল্লা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে বিকেল ৫ টায় কারফা পাবলিক একাডেমি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবী রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী,
দপ্তর সম্পাদক আজিজ শিকদার, উজিরপুর বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন সবুজ শিকদার,জল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মল্লিক, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান নয়ন, জালিস মাহমুদ শাওন,
যুবলীগ নেতা অলোক হালদার প্রমুখ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় কাপ পিরিচ মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণকে সহমর্মিতা জানিয়ে উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যহত রাখতে উজিরপুর উপজেলার সার্বিক কাজকে গতিশীল করার জন্য আগামী ৫ জুন কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।