More

    ঝালকাঠিতে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তৌহিদুল সিকদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহত তৌহিদুলের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন ।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের মা মাহমুদা বেগম, স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে নাহিয়ান সিকদার, বোন জিনাত আফরিন ও হেনা বেগম।

    নিহতের মা মাহমুদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আসামীদের ভয়ে আমরা এলাকায় থাকতে পারছি না। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যার বিচার চাই। আসামিদের ফাঁসি চাই। প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ জুন যুবলীগ নেতা তৌহিদুল সিকদারকে রাজনৈতিক বিরোধে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তার প্রতিপক্ষরা।

    এ ঘটনায় হত্যাকাণ্ডের দুই দিন পর (৬ জুন) তৌহিদুল সিকদারের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত সিকদার সহ ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা সব জামিনে রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...