বরিশালের হিজলা পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মোঃ ইউনুছ খান (৬০) নামের এক বৃদ্ধ কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার সন্ধ্যা ৬টায় একতা বাজারে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ওই থানার চর কুশুড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আলিফ খানের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জোনাব আলী খানের ছেলে ইউসুফ খান এক বছর পূর্বে ভুক্তভোগীর কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নেয় ।সেই টাকা চাইলে আজ না কাল বলে ঘুরাইতে থাকে।বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাইলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায়।
ঘটনার দিন পাওনা টাকা চাইলে উভয়ের মাঝে কাটাকাটির এক পর্যায়ে ইউসুফ খান তার দলবল নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম প্রেরণ করে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলেও আহতের স্বজনরা আরো জানান।