৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু রাখা এবং বরফ উৎপাদনের অপরাধে মৎস্য বন্দর আলিপুরে ৩ টি বরফ কলকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাতে এ জরিমানা করা হয়। কুয়াকাটা নৌ পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে একে আইস প্লান্ট,ভাই ভাই আইস প্যান্ট ও জমজম আইচ প্লান্ট এর মালিক মোঃ আনোয়ার খান, মোঃ কবির হোসেন ও মো: বেল্লাল হোসেন কাজী প্রত্যেক কে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন বলেন, চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।