More

    কুয়াকাটায় অবরোধ অমান্য করে বরফ উৎপাদন, ৩ বরফকল মালিককে জরিমানা

    অবশ্যই পরুন

    ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু রাখা এবং বরফ উৎপাদনের অপরাধে মৎস্য বন্দর আলিপুরে ৩ টি বরফ কলকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    শুক্রবার রাতে এ জরিমানা করা হয়। কুয়াকাটা নৌ পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে একে আইস প্লান্ট,ভাই ভাই আইস প্যান্ট ও জমজম আইচ প্লান্ট এর মালিক মোঃ আনোয়ার খান, মোঃ কবির হোসেন ও মো: বেল্লাল হোসেন কাজী প্রত্যেক কে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এ সময় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন বলেন, চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...