ভোলার দৌলতখানে বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শনিবার রাতে পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন খোরশেদ আলম দরবেশের বরফকলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বরফকলে বিকট শব্দ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বরফকলের ঘরের টিনের চালা এবং ওয়াল ফেটে পাশের বাড়ির ওপর পড়ে। এতে সিদ্দিকা খাতুন, ফাইজা ও হুমাইরাসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখানে সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়।
আহতরের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে খোরশেদ আলম আইচ ফ্যাক্টরিতে গ্যাসের রিসিভার বিস্ফোরণ হয়। এ সময় ফ্যাক্টরির পাশে থাকা বসতঘরের ছিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বরিশাল, ভোলা, দৌলতখান, হাসপাতালে ভর্তি করানো হয়।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক লিটন উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস নিয়ন্ত্রণের কাজ করেছে। এ ঘটনায় এক বৃদ্ধা মারা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা.নাসরিন সুলতানা বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ সর্বমোট ৬ জন ভর্তি হয়েছে।
এর মধ্যে ভর্তি হওয়া যে একজন মহিলা ছিলেন তিনি ভর্তি হওয়ার পরপরই মারা গেছেন।’ জানা যায়, খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, দৌলতখান ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।