বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন পরবর্তীর সহিংসতায় বিজয়ী ও পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামানন্দেরঅঁাক বাজারে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের ছেলে সবুজ হালদার বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তারের সমর্থক রামানন্দেরঅঁাক গ্রামের যতিন্দ্র নাথ মণ্ডলের ছেলে দিজন্দ্র নাথ মন্ডল (৬৮) ও তার ছেলে দেবাশিষ মন্ডলকে (২৭) পিটিয়ে আহত করে।
হাসপাতালে ভর্তি দিজন্দ্র নাথ মন্ডল জানান, আমরা হিন্দু হয়ে কেন মুসলমান প্রার্থীকে ভোট দিলাম এই অপরাধে সোমবার রাতে রামানন্দেরঅঁাক বাজার থেকে বাড়ি ফেরার সময় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের ছেলে সবুজ হালদার আমার ছেলে এবং আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিজয়ী প্রার্থী হাফিজা আক্তার বলেন, একজন প্রার্থী কতৃর্ক নির্বাচন পরবর্তী এ রকম সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার সমর্থককে বিনা কারণে তারা মারধর করেছে। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।