More

    আগৈলঝাড়ায় ৫ম পর্যায় ভূমি ও গৃহহীনদের মাঝে ২৮টি ঘর ও জমির দলিল হস্তান্তর

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্প—২ এর আওতায় ৫ম পর্যায়ে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবারের মাঝে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ২৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নিজেদের পাকা বাড়ি ও স্থায়ী ঠিকানা।

    গতকাল মঙ্গলবার সকালে সারাদেশে ভাচুর্য়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মধ্যে নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের ভাচুর্য়ালী উদ্‌বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভাচুর্য়াল অনুষ্ঠান প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    ৩ লাখ ৪ হাজার টাকা প্রতিটি বাড়ির ব্যয় বরাদ্দ সাপেক্ষ ভূমিহীন ও গৃহহীনদের ৫ম পর্যায়ের সুফল ভোগীদের মাঝে দুই শতক জায়গার মালিকানা বন্দোবস্ত দলিল ও নব নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন অতিথিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...