More

    ‘বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরীমণি’

    অবশ্যই পরুন

    আলোচিত-সমালোচিত পরিমণি সব সময়েই আলোচনায় থাকতে পছন্দ করেন। বর্তমানে তাকে নিয়ে সিনেপাড়ায় আলোচনা না হলেও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রয়েছেন আলোচনায়। তবে আলোচনা তার কোনো অভিনয় বা চলচ্চিত্র নিয়ে নয়- আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে।

    মঙ্গলবার (২৫ জুন) ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

    এরপরই নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন পরিমণি। যেখানে তিনি লেখেন ‌‘Bye bye Russells Viper Welcome পরীমণি’।

    বলা যায় তার এই পোস্ট সামাজিকমাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া।

    গত কয়েক দিন গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমের টাইমলাইন দখল করে রেখেছে বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। তার মাঝে পরীমণির মামলা এবং পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাধ্যতামূলক অবসর বলে দিচ্ছে দিনভর গণমাধ্যমে আলোচনায় থাকবেন পরিমণি।

    উল্লেখ, আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন।

    পরীকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

    গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপসচিব পারভীন জুঁই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ করার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুন) শৃঙ্খলা-২ শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে।

    এদিকে, ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

    মঙ্গলবার (২৫ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় মঞ্জুর করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সপ্তাহে দুদিন ছুটির সুবিধাসহ ৩৫ হাজার টাকা বেতনে চাকরি

    জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সম্প্রতি সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে...