More

    গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন : অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৩

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের কাছ থেকে নগদ টাকা গ্রহন করায় প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন- প্রিজাইডিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন।

    বুধবার ৬নং ওয়ার্ড সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল দশটার দিকে নির্বাচনের দাায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান তাদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। ভোটারদের পথে পথে বাঁধা, ভোট শুরুর পর থেকে পাড়া মহল্লায় ঢুকে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেয়া হচ্ছে।

    নারিকেল গাছ প্রতিকের মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। তার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।

    জয়নাল সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এই হুমকি দিচ্ছে। অপরদিকে ৪নং ওয়ার্ডের মৎস্য হ্যাচারী ভোট কেন্দ্রে আলাউদ্দিনের সমর্থক কাউন্সিলর লিটন বেপারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...