আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
গত দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন।
বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এই দুই দিনে ৯জন ডায়রিয়া আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার সাতলা গ্রামের আবুল হোসেনের দশ মাসের মেয়ে ফাইজা, ফুল্লশ্রী গ্রামের রইচ সরদারের চৌদ্দ মাসের মেয়ে রাইসা আক্তার, রাংতা গ্রামের হরিদাস ঢালীর দেড় বছরের ছেলে অনুষ ঢালী, ছোট বাসাইল গ্রামের মিজানুর রহমানের পাঁচ বছরের ছেলে ফাহিম বিশ্বাস, বাহাদুরপুর গ্রামের মিলন জয়ধরের মেয়ে মিতু জয়ধর (১৮), গৈলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে সুহাদ হোসেন (১৭),
বাকাল গ্রামের সেলিম ফকিরের তিন মাসের মেয়ে আবু হুমায়ারা, কোদালধোয়া গ্রামের সুশান্ত দাসের উনিশ মাসের মেয়ে অদ্রিজা ও সেরাল গ্রামের জিএম মাসুমের সাড়ে তিন বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়া আউটডোরে প্রতিদিন ১০/১৫ জন ডায়রিয়ায় রোগী চিকিৎসা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাছে। এরমধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আউটডোরে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এসময় তিনি সকলকে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন।