More

    সরকারি স্কুল মাঠে ধান চাষ করলেন সহকারী শিক্ষিকা

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি : যে স্কুল মাঠটিতে খেলায় মেতে থাকতো কোমলমতি শিক্ষার্থী শিশুরা।

    সেই স্কুল মাঠে বেড়া দিয়ে ধানক্ষেতের বীজ রোপণ করার অভিযোগ পাওয়া উঠেছে সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। শনিবার (৬ জুলাই) উপজেলার ১৪৭ নং মাইজপাড়া সঃ প্রাঃ বিদ্যায়লয় মাঠে দেখা গেছে ধানক্ষেতের বীজতলা রোপণ করার চিত্র।

    সরজমিনে গিয়ে জানা গেছে, ওই স্কুলের সহকারী শিক্ষক রিনা বেগম ও তার স্বামী শহিদ চৌকিদার স্কুল মাঠজুড়ে বেড়া দিয়ে ধানক্ষেতের বীজ রোপণ করছেন।।স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজতলা তৈরি কারায়, শিক্ষার্থীদের খেলাধুলা এখন বন্ধ।শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে শিশুরা।

    এতে ক্ষোভে ফুঁসে উঠেছে কোমলতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান,সহকারী শিক্ষিকা রিনা বেমগের বাড়ী স্কুলের পাশে হওয়ায় তিনি ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুলকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেন।গত বছর তিনি স্কুলের ভিতরে ফ্যান ছেড়ে সরকারি বিদ্যুৎ পুড়ে পাট শুকিয়েছেন।



    এব্যাপারে অভিযুক্ত শিক্ষিকার কাছে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি তাকে।

    এব্যাপারে জানতে চাইলে ১৪৭ নং মাইজপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন কবিরাজ বলেন, আমি স্কুলের মাঠে ধানের বীজ রোপণ করতে তাকে নিষেধ করছিলাম তিনি আমার কথা শোনেননি।তিনি বলছেন কিছু হলে আমি দেখবো।

    উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,স্কুলের খেলার মাঠে ধানের বীজ রোপণ করার কোনো অধিকার নেই। আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...