More

    আগৈলঝাড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব পালন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে গতকাল রোববার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা বাসস্ট্যান্ড রথযাত্রা উৎসব পালিত হয়েছে। সেখানে সরকারি—বেসরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    উপজেলা ইসকন জগন্নাথ মন্দির থেকে রামানন্দেরঅঁাক ইসকন মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যান ভক্তরা। উপজেলা সদরে শ্রী শ্রী বিষ্ণু মন্দির থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ জগন্নাথের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। এছাড়া গৈলা রথখোলা থেকে গৈলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত রথ টেনে নিয়ে যান ভক্তরা।



    এছাড়া উপজেলার বারপাইকা, সাহেবেরহাট, আস্কর, বাহাদুরপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা পালিত হয়েছে। “রথ দেখা ও কলা বেচা” প্রবাদ বচন অনুযায়ী মাঠের মেলায় আগত লোকজন কেনাকাটা করে। এছাড়াও উপজেলার রথবাড়ি নামক স্থানে রথযাত্রা উৎসব পালন হয়েছে।

    এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যতিন্দ্র নাথ মিস্ত্রী, গৈলা কীত্তর্ন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা কীত্তর্ন ও পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সন্তোষ কর্মকার, মহিৎ লাল মন্টু, সুনীল কুমার দাশ, মহাদেব শীল, বাপ্পি কর্মকার প্রমুখ। আগামী ৯ জুলাই পালিত হবে উল্টো রথযাত্রা উৎসব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...