আগৈলঝাড়ায় খালের মধ্যে ঝুকিপূর্ণ ব্রিজ ধসে পড়ার দুই মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন ৩টি গ্রামের বাসিন্দারা। জানা গেছে, রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামে ২০০০ সালে এলজিইডির অর্থায়নে খালের ওপর ব্রিজটি করা হয়।
ব্রিজটির মাঝের অংশ ছয় বছর আগে দেবে যায়। এলাকাবাসী এলজিইডি অফিলে জানালেও কর্তৃপক্ষ তা সংস্কার করেনি। চলিত বছরের ৩ মে রাতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি খালের মধ্যে ধসে পড়ে। দুই মাস আগে ঝুঁকিপূর্ণ ব্রিজটি খালের মধ্যে ধসে পড়লেও এবারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এলজিইডি বিভাগ।
এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীসহ চলাচলকারী বাসিন্দারা। বিকল্প যাতায়াতের পথ না থাকায় ব্রিজের পাশে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছেন গ্রামবাসীসহ শিক্ষার্থীরা। পশ্চিম মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রবীর বিশ্বাস ননী জানান, এই ব্রিজটি ওপর দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।
ব্রিজটি ধসে পড়ায় এখন যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো দিয়ে পার হতে হচ্ছে। ইউপি সদস্য অমল হালদার বলেন, ব্রিজটি মেরামতের জন্য বারবার বলা সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরের কোনো মাথাব্যথাই নেই। এলজিইডির উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজটি ধসে পড়ার বিষয়টি লিখিত আকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বরাদ্দ পেলেই ব্রিজটি সংস্থার করা হবে।