More

    নাজিরপুরে হাঁটুপানিতে নিমজ্জিত পোস্ট অফিস সড়ক: দুর্ভোগে উপজেলাবাসী

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি; পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস সড়কটি বছরের পর বছর পানিতে নিমজ্জিত। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে পুরো রাস্তাজুড়ে। এতে পোস্টঅফিসে সেবা নিতে আসা গ্রাহক এবং দাফতরিক কাজে নিয়োজিত কর্মকর্তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অপরিকল্পিত নগরায়ণ ও ড্রেনেজ ব্যবস্থার ঘাটতির কারণে বছরজুড়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি পানিবন্দি থাকে।

    ফলে অফিসে প্রবেশ করতে হয় কোমর বেঁধে নোংরা পানির ভেতর দিয়ে হেঁটে কিংবা বাড়তি ভাড়া দিয়ে রিকশা-ভ্যানে। সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাজুড়ে পানি জমে থাকায় পুরো পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

    জরুরি ডাকসেবা, বিদেশি রেমিট্যান্স কিংবা সঞ্চয়পত্রের লেনদেনের জন্য প্রতিদিন শতাধিক মানুষ এ সড়ক দিয়ে ডাকঘরে আসেন। অথচ, ন্যূনতম নাগরিক সুবিধা নেই। স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, এ রাস্তায় হাঁটুপানি জমে থাকায় পোস্ট অফিসে যাওয়া দুঃস্বপ্নের মতো।

    গুরুত্বপূর্ণ এমন একটি প্রতিষ্ঠানের রাস্তায় এমন দুরবস্থা মানা যায় না। শ্রীরামকাঠী ইউনিয়নের বাসিন্দা মো. মেহেদী শেখ জানান, মেইন রোড থেকে পোস্ট অফিসের দূরত্ব মাত্র ১০০ মিটার। অথচ নোংরা পানি আর কাঁদায় প্রতিদিন বাড়তি টাকা দিয়ে ভ্যানে যেতে হয়। উপজেলা পোস্টমাস্টার হাবিবুর রহমান মহাজন বলেন, সড়কটি দীর্ঘদিন ধরেই পানিবন্দি। এতে গ্রাহক সেবায় ব্যাঘাত ঘটছে।

    পোস্ট অফিসের ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৫০ জন শিক্ষার্থী আসেন, তারাও দুর্ভোগে পড়ছেন। আমি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। বর্তমান ইউএনও সড়কটি পরিদর্শন করে পাশের ড্রেন পরিষ্কার করালেও বৃষ্টিতে আবার আগের পরিস্থিতি ফিরে এসেছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, সড়কটির উন্নয়নের জন্য পূর্বের ইউএনও বরাদ্দ রেখে গেছেন। দ্রুতই সড়কটি পুনর্নির্মাণের কার্যক্রম শুরু হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

    মো.নাসিরউদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতি বছর ২৭ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়...