More

    আগস্ট মাসের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

    অবশ্যই পরুন

    আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জুলাই মাসে যে দরে জ্বালানি তেল বিক্রি হয়েছে একই দামে আগস্ট মাসেও বিক্রি হবে।

    আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের জন্য ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।

    বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজি এবং বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনা ১ ও ২ আসনের প্রার্থীদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

    মহিবউল্লাহ কিরন,বরগুনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনা জেলার সকল দলের প্রার্থীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময়...