কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতর এশার নামাজরত অবস্থায় সায়মন নামের এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী। স্থানীয়রা জানান, অভিযুক্ত সুমন শংকুচাইল গ্রামের কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। সে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আহতের ভাই সজীব বলেন, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন (২৬) আমার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে ভাই টাকা পরিশোধের অনুরোধ করেন।
এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় মসজিদে উপস্থিত ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ ওই হামলার ঘটনা ঘটে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।