More

    মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলো আরেক শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এ ঘটনা এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, ওই শিশুর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    বর্তমানে ২৮ জন চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়।

    এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...