More

    বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল বাস

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোরে গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত দোকান ভেঙে খালে পড়ে যায়।

    এ সময় বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদ্‌যাপন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য...