More

    গৌরনদীতে বিএনপির সমাবেশে হিটস্ট্রোকে আগৈলঝাড়া বিএনপির নেতার মৃত্যু

    অবশ্যই পরুন

    গৌরনদী প্রতিনিধি বরিশাল জেলার গৌরনদীতে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বর্ষবতীর্ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে (৫আগস্ট) গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সমর্থনে অুষ্ঠিত সমাবেশে এ ঘটনা ঘটে।

    নিহত মিরাজ ফকির পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বতআলী ফকিরের ছেলে। তিনি বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষক ছিলেন। প্রর্ত্যক্ষদশীর্রা জানায়, ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষ্যে গৌরনদী কেন্দ্রীয় ইদগাহ মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি বক্তব্য চলা কালে মিরাজ ফকির মাঠের মধ্যে অসুস্থ হয়ে পরেন।

    এ সময় উপস্থিত নেতা—কমীর্রা মিরাজ ফকিরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ ইত্তেখার মনিম মৃত্যু ঘোষণা করেন। মেডিকেল অফিসার আহম্মেদ ইত্তেখার মনিম বলেল, এই ধরনের রোগী সাধারণত হিটস্ট্রোক অথবা স্টোক করে মারা যায়।

    শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে নিহতের বাকাল গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বিএনপির নেতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...