More

    নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম গ্রেফতার

    অবশ্যই পরুন

    নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীমকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রাম থেকে নাজিরপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত শামীম শেখ (৩৫) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন শেখের পুত্র এবং স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। পুলিশের তথ্যমতে, তিনি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।অভিযান পরিচালনা করেন নাজিরপুর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শামীম এলাকায় মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, শামীম শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    সে নাজিরপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি।এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রং-তুলিতে বিজয়ের রঙে নতুন প্রজন্ম বেতাগীতে খুদে শিল্পীদের মুক্তিযুদ্ধের চেতনায় রঙিন উদ্‌যাপন

    বেতাগী প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বরগুনার বেতাগীতে রং-তুলিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিজয় উল্লাসে মেতে উঠেছে...