More

    নাজিরপুরে জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে নাজিরপুরে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা চত্বরের সামনে থেকে র‍্যালি বের হয়ে নাজিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরপুর উপজেলা টাইম টাওয়ার প্রাঙ্গণে বিজয় সমাবেশে মিলিত হয়।

    বিজয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল। নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, রেজাউল করিম লিটন,ইয়াহিয়া খান, আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আজ থে্কে ১ বছর আগে এ দেশ থেকে স্বৈরাচার পালিয়েছিলো। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি কখনো ওয়ান এ্যালিভেন এর নামে এদেশে সামরিক শাসক জারি করা হয়েছে। ভীতি সঞ্চার করে মানুষের অধিকার হরন করা হয়েছে। গ্রামে গ্রামে শেখ হাসিনা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নামে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বলতে না পারার যন্ত্রণা থেকে তিলে তিলে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে।

    ধিরে ধিরে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে এক পর্যায়ে সারা বাংলাদেশ প্রতিবাদ আর প্রতিরোধের জায়গা খুজে পেয়েছে ছাত্রজনতার আন্দোলনকে কেন্দ্র করে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক লক্ষ লক্ষ মানুষ ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছে। একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে দুই হাজারের অধিক মানুষ এদেশের জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন।

    পাঁচ হাজারের অধিক মানুষ পঙ্গুত্ব অবস্থায় রয়েছে। আমাদের রাজনীতি চেয়ার পরিবর্তনের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি আপনার ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে বাংলাদেশের ঘরে ঘরে একজন সৎ মানুষ তৈরি করার রাজনীতি। ৫ তারিখের পরে অনেক লুটেরা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বাংলাদেশ মব জাস্টিস করেছে। ধর্মীয় স্লোগান দিয়ে লুট করেছে। ১৯৭১ সালের স্বাধীনতাকে তারা যেমন বিশ্বাস করে না, তেমন তারা ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে মানুষের নরম জায়গায় আঘাত দিয়ে ভোট নিতে চায়।

    ৫ তারিখ আমাদের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিয়েছে। আর মব জাস্টিস এর নামে একটি রাজনৈতিক দল হাদিয়া তুলে মানুষকে ভয় দেখিয়ে ঢাকা সমাবেশে নিতে চায়। আপনাদের আশেপাশে দাঁড়িয়ে ধর্মব্যাবসায়ীরা নানা কৌশলে আপনাদের বিপথগামী করতে চায়।

    আমরা শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি, আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে যারা কোন কিছু না বুঝে রিক্সা ফেলে রক্তাক্ত গুলি বৃদ্ধ ছাত্রদের কোলে তুলে নিয়েছে, আমাদের ৬৫২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন তারা বাংলাদেশকে একটি স্বনির্ভর ও শোষণমুক্ত দেশ গড়তে দলের নেতৃত্বে এবং তারেক রহমানের ডাকে শহীদ হয়েছেন। আমরা সকল পেশার সকল ধর্মের মানুষকে নিয়ে সবাই মিলে রঙে রাঙ্গাইতো হবো। বিজয় সমাবেশ শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...