কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুকের ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এড,মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুজ্জামান তোতা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন,
উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রতন মৃধা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদ খান ও বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জুলহাস সর্দার, যুবদল নেতা শাহিন মৃধা, ছাত্রনেতা মো.রফিকুজ্জামান রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।