More

    বরগুনায় তুচ্ছ ঘটনার জেরে পল্লী চিকিৎসককে মারধর

    অবশ্যই পরুন

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ইদ্রিস হাওলাদার ও তার বোন লাভলী আক্তার। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে নয়টায় রুপধন গ্রামের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মা দীর্ঘদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পরীক্ষা-নিরীক্ষায় জটিল রোগ ধরা পড়ে।

    চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার আগের দিন রোগীর মেয়ে লাভলি আক্তার স্থানীয় পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদার কে তার মায়ের চিকিৎসা করার জন্য বাড়িতে যেতে বলে। সে অপারগতা স্বীকার করায় ঘটনার দিন সোমবার সকালে ইদ্রিস হাওলাদার ও লাভলী স্বাগত আরো কয়েকজন পরিকল্পিতভাবে বিজয় কৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে দুই হাত ভেঙে দেয়।

    এ সময় তার চেম্বার ভাঙচুর ও মালামট লুটপাট করে। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...