More

    মেহেন্দিগঞ্জে পৃথক পৃথক ঘটনায় নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ ও ১ শিশুর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে পৃথক দুটি স্থানে গোসল করতে গিয়ে নদীতে পড়ে মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ ও ১ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাদপুর চর (পুরাতন ফেরি ঘাট) কেরাতুল কোরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থী তাহসিন(৬) ও মোঃ করিম (৭) পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত মেলেনি।

    নিখোঁজ গোসল স্থানীয় রসিদ দেওয়ান ও শহিদ বিশ্বাসের পুত্র বলে জানা গেছে। অপরদিকে একই ইউনিয়নের শান্তির হাট (কোলচর) এলাকার বাদশা দেওয়ানের শিশু কন্যা, শান্তির হাট ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবিদা ইসলাম (৬) বাড়ির নিকটের গজারিয়া নদীর শাখা খালে দুপুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।

    পরবর্তীতে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...