More

    মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাশ্রমে সরকারি সড়ক সংস্কার করছেন জামায়াত নেতৃবৃন্দসহ এলাকাবাসী

    অবশ্যই পরুন

    মেহেন্দিগঞ্জে প্রতিনিধি: সরকারি সড়ক সংস্কার করছেন জামায়াত নেতৃবৃন্দসহ এলাকাবাসী কেউ দিয়েছেন বালু কেউবা দিচ্ছেন শ্রম। এভাবেই মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নং দূর্গাপুর ওয়ার্ডে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে বাড়ানী পুল সংলগ্ন ব্যস্ততম কাচা সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

    বুধবার ফজর বাদ স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় লোকজন এ কাজে অংশ নিচ্ছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ানী পুলের গোড়া থেকে পশ্চিম দিকের সড়কটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবাহন সড়কটি দিয়ে চলাচল করে।

    কিন্তু অল্প একটু জায়গা পিচ ডালাই বাকী থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। দীর্ঘদিন মেরামত না করায় এইটুকু সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মেরামতের কাজটিতে দীর্ঘদিন নগদ অর্থ দিয়ে নেতৃত্ব দিচ্ছেন দূর্গাপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি দীর্ঘদিন আবুল হোসেন রুবেল।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আমানউল্লাহ বাকের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, পৌর জামায়াতের দীর্ঘদিন দীর্ঘদিন কাজী মাইনুদ্দিন, দূর্গাপুর ওয়ার্ড দীর্ঘদিন সেক্রেটারি মুস্তাফিজুর রহমান পলাশ, সেক্রেটারি আব্দুল হালিমসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...